স্বামী টমটম ড্রাইভার এর আড়ালে রয়েছে বিশাল ইয়াবা কারবারের হিসাব নিকাশ।
২৭ শে জুলাই দিবাগত রাতে মহেশখালী থানা পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী ইউপিস্থ কুলালপাড়ায় অভিযান চালিয়ে এমনি একটি জুটিকে আটক করেছে।
আটককৃতদের দেয়া তথ্যমতে স্ত্রীর একাউন্ট জব্দ করে খোঁজ পেল বিশাল অর্থের।
আটককৃত স্বামী স্ত্রীকে কে এলাকায় অনেকেই হত দরিদ্র পরিবার হিসাবে চিনে।
আটককৃতরা হলেন মোঃ নেছার পিতা মোঃ হোসেন, সাং কুলাল পাড়া, বড় মহেশখালী এবং তার স্ত্রী হাসিনা আক্তার।
মহেশখালী থানা সূত্রে জানাযায়ঃ-
নেছার একজন টমটম ড্রাইভার এবং তার স্ত্রী গৃহবধু হলেও তার স্ত্রীর কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়।
মোবাইল ফোনে একটি ব্যাংক হিসাবের লেন্দেনের তথ্য পাওয়া যায়,যেখানে বিপুল পরিমান অর্থ হাসিনা আক্তারের একাউন্টে মজুদ আছে দেখা যায়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ফেরদৌস আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেনঃ-
বিষয়টি তদন্ত করা হচ্ছে,তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
তাদের আটকের পর বাড়ি তল্লাশী করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।