ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে আজ দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। তবে আজ ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।