ঢাকাশুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় সপ্তাহে যেসব প্রেক্ষাগৃহে চলবে ‘পাপ পুণ্য’

admin
মে ২৭, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গেল সপ্তাহে বিশটির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পাপ পুণ্য’। রাজধানীর আধুনিক সব প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ইতিবাচক। দ্বিতীয় সপ্তাহে ছবিটি চলবে দেশের মোট ১৭টি প্রেক্ষাগৃহে। প্রথম সপ্তাহে ছবিটি দেখে দর্শকরা দারুণ প্রশংসা করছেন। বলছেন, ‘মনপুরা’ নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের অন্যতম শ্রেষ্ঠ ছবি ‘পাপ পুণ্য’। ছবির গল্প, চরিত্র, সংলাপ, গান আর নির্মাণ শৈলীতে মুগ্ধ হচ্ছেন দর্শক। ‘মনপুরা’র এক যুগ পর গিয়াস উদ্দিন সেলিমের ছবিতে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী। সঙ্গে বহুদিন পর বড় পর্দায় পা রাখলেন আফসানা মিমি। এ ছাড়া সিয়াম আহমেদ ও নবাগত নায়িকা শাহনাজ সুমির অভিনয় গুণেরও প্রশংসা করছেন দর্শক। ‘পাপ পুণ্য’ সংশ্লিষ্টরা আহ্বান জানাচ্ছেন, প্রথম সপ্তাহে যারা এখনও ছবিটি দেখার সুযোগ পাননি- তারা যেন দ্বিতীয় সপ্তাহে নিকটস্থ বড় পর্দায় গিয়ে ছবিটি দেখেন। ইতোমধ্যে চঞ্চল চৌধুরী বলেছেন, আমার বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতা মিলিয়ে যতটুকু করার সেটুকুই করেছি ‘পাপ পুণ্য’ সিনেমাতে। শুধু আমি নই,‘পাপ পুণ্য’ সিনেমার সাথে যুক্ত সবাই সেই চেষ্টাটিই করেছেন সিনেমাপ্রেমী দর্শকদের জন্য।

দ্বিতীয় সপ্তাহে যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাপ পুণ্য’:

১. স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি শপিং মল

২. স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার, মিরপুর

৩. স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার, ধানমন্ডি

৪. ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক

৫. মধুমিতা – ঢাকা

৬. ছায়াবানী – ময়মনসিংহ

৭. মালঞ্চ – টাঙ্গাইল

৮. জয় সিনেপ্লেক্স – জিঞ্জিরা

৯. সিনেস্কোপ – নারায়ণগঞ্জ

১০. সিলভার স্ক্রীন – চট্টগ্রাম

১১. সুগন্ধা – চট্টগ্রাম

১২. লিবার্টি – খুলনা

১৩. মধুবন – বগুড়া

১৪. তাজ সিনেমাস – নওগাঁ

১৫. মধুমতি – ভৈরব

১৬. সেনা – সাভার ক্যান্টনমেন্ট

১৭. বনলতা – ফরিদপুর

এদিকে শুধু বাংলাদেশে নয়, গেল গতকাল শুক্রবার থেকেই একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পেয়েছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম সপ্তাগে শতাধিক সিনেমা হলে মুক্তি পাওয়া ‘পাপ পুণ্য’ দ্বিতীয় সপ্তাহেও চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।