ঢাকাশুক্রবার , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফজরের নামাজে কিছু সুন্নাত আমল

admin
মে ২৭, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

দিনের শুরুতে সূর্য উঠার আগেই ফজর নামাজ পড়তে হয়। দুই রাকাত সুন্নাত ও দুই রাকাত ফরজে এ নামাজ সীমাবদ্ধ। ফজরের নামাজে কিছু সুন্নাত আমল রয়েছে। তাহলো-
১. ফজরের সুন্নত নামাজের কেরাত
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সুন্নাত নামাজের কেরাতে দুইটি সুরা পড়তেন। এ দুই সুরায় ফজরের সুন্নাত নামাজ পড়াও সুন্নাত। হাদিসে পাকে এসেছে-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাত নামাজে সুরা আল-কাফিরুন এবং ‘কুল হুওয়াল্লাহু আহাদ’ (সুরা ইখলাস) তেলাওয়াত করতেন।’ (মুসলিম, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ)
২. ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের ফরজ নামাজ পড়ার পর একটি সুন্দর দোয়া পড়তেন। এ দোয়াটি পড়াও সুন্নাত। হাদিসে পাকে এসেছে-
হজরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়ে যখন সালাম ফিরিয়ে বলতেন-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা ইলমান নাফিআ, ওয়া রিযক্বান ত্বায়্যিবা, ওয়া আমালাম-মুতাক্বাব্বালা।’
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে উপকারী জ্ঞান; পবিত্র জীবিকা এবং কবুল করা হয় এমন আমল প্রার্থনা করছি।’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)
মুমিন মুসলমানের উচিত, ফজরের সুন্নাত নামাজের কেরাত ও ফরজ নামাজের সালাম ফেরানোর পর নবিজীর পড়া দোয়ার সুন্নাত আমল যথাযথভাবে মেনে চলা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজরের সুন্নাত আমল দুইটি যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।