ঢাকাশুক্রবার , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আর্থিক অনুদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

admin
জুন ১১, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আর কে আকাশ, বাংলার মুখ : পাবনা জেলা অটো টেম্পু-রিক্সা চালক সমিতির সদস্য খন্দ. মিজানুর রহমান মুকুলের মৃত্যুতে আর্থিক অনুদান প্রদান এবং তার আত্মার মাফফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় পাবনা বড়ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় সময় সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম বলেন, সিএনজি চালক খন্দ. মিজানুর রহমান মুকুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার আয়েই চলতো সংসার। মুকুলের আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাই আমরা সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে সাধ্যমতো আর্থিক সহযোগীতা প্রদান করছি। সেই সাথে তিনি সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে প্রয়াত মুকুলের সন্তানের পড়ালেখার খরচের আশ্বাস দেন।
এসময় পাবনা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সহ-সভাপতি পিপুল হোসেন, কাফি সরকার, দপ্তর সম্পাদক আশরাফুল আলম সুমন, লাইন সম্পাদক মাসুদ খন্দকার, তোফাজ্জল হোসেন সোলে, আ. রাজ্জাক, মো. জনি, টুটুল, রকি, আজিম, সুরুজ, আ. সালাম, রাজিবসহ সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ প্রয়াত সিএনজি শ্রমিক খন্দ. মিজানুর রহমান মুকুলের ছেলের হাতে আর্থিক অনুদান প্রদান করেন।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।