আর কে আকাশ, পাবনা প্রতিনিধি :
জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোট। শনিবার বেলা সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক দেওয়ান মাযহার, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খোকন, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, সাবেক সভাপতি বিপ্লব ভট্টাচার্য, গণশিল্পী সংস্থা পাবনার সহ-সভাপতি অ্যাডভোকেট মোসফেকা জাহান কনিকা, পথ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, গণশিল্পী সংস্থা পাবনার আনিছুর রহমান, চিকনাই থিয়েটারের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি ও আবৃত্তিকার আসাদ বাবু ও ভাষ্কর চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি সাংস্কৃতিক কর্মীকে ১০ হাজার টাকা সরকারি ভাতার আওতায় আনতে হবে। অর্থ বছরের বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ দেশব্যাপী সাংস্কৃতিক সংগঠনগুলোর মাঝে জায়গা বরাদ্দ, প্রতিটি উপজেলায় শিল্পকলা কর্মকতা নিয়োগ, বেতার টিভিতে সকল প্রতিষ্ঠানের শিল্পীদের আর্থিক সহযোগিতা, একমুখী শিক্ষা চালু করাসহ ৮ দফা দাবি অবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে।
এসময় বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি