ঢাকাবৃহস্পতিবার , ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
জুন ২২, ২০২২ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আহসানুল ইসলামঃ বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের উদ্যোগে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক সমন্বয় সভা মঙ্গলবার শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা।

 

বাংলাদশ গার্লস গাইড এসোসিয়েশন পাবনা জেলা কমিশনার ও জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আদুবালা শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গার্লস গাইড এসোসিয়েশন পাবনা জেলার সদস্য সচিব ও শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও স্থানীয় কমিশনার সুরাইয়া সুলতানা, ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান এবং বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা কমিশনার এস এম সালাউদ্দীন সোহাগ। বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন পাবনা জেলা শাখা আয়োজিত সমন্বয় সভায় জেলার ৯টি উপজেলার কমিশনার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হলদে পাখিগন অংগ্রহন করেন। প্রধান অতিথি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের মাঝে মানবিক ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে। পাঠ্য বইয়ের পাশাপাশি তাদেরকে সহ-পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংগ্রহন করাতে হবে। শিশুরা যাতে নিজের কাজ নিজে করার অভ্যাস গঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষে বিদ্যালয় থেকেই তাদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন গার্লস গাইড এসোসিয়েশন পাবনা জেলার সদস্য সহকারী শিক্ষিকা রাশিদা পারভীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।