পাবনা প্রতিনিধি: কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল আলম জিন্নাহ।
সমাবেশে স্কুল ড্রেস, নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশুনা, ডিজিটাল জন্ম সনদ, ব্লাড গ্রুপ, উপবৃত্তি, বাল্যবিবাহ প্রতিরোধ, কভিড সচেতনতা, বিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণসহ শিক্ষার্থীদের পাঠোন্নতিতে অভিভাবকদের করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান শিক্ষক সাঈদা খানম, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি মির্জা সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম বাচ্চুসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আব্দুল কাদের মিঠু এবং সার্বিক তত্বাবধান করেন সহকারী শিক্ষক শামীমা জেরীন ও আশরাফুল ইসলাম।