ঢাকাশুক্রবার , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

admin
আগস্ট ১১, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জেলা প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের ৮০% মানুষ বাস করে গ্রামে। আর এই ৮০% গ্রামের নিপিড়ীত অবহেলিত দুস্থ মানুষের সেবা দিয়ে থাকে একমাত্র পল্লী চিকিৎসকরা। তাই প্রশিক্ষণ প্রাপ্ত পল্লী চিকিৎসকগণকে সরকারিভাবে নিবন্ধনের আওতায় আনা উচিত। কারণ করোনাকালিন সময়ে দেশ ও জাতি যখন চিকিৎসা সেবায় অবহেলিত ও বিপদ গ্রস্থ, ঠিক সেই সময় একমাত্র পল্লী চিকিৎসকরাই জীবনের মায়া ত্যাগ করে জীবনকে বাজি রেখে দিনরাত্রি সেবা দিয়ে গেছে করোনা আক্রান্ত রোগীদের। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে বহু পল্লী চিকিৎসক শহীদ হয়েছে। মহান মুক্তিযুদ্ধসহ দেশের ক্রান্তিকালে চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা উল্লেখযোগ্য।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কারণে পল্লী চিকিৎসকরা এখন ভুল করেন না। তারা গুরুতর রোগীদের যথাস্থানে পাঠাতে পারেন। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সুস্থ থাকলেই দেশ গঠনে কাজ করতে পারে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, পল্লী চিকিৎসকরদের অবশ্যই ৬ মাসের কোর্স সম্পন্ন করার পাশাপাশি নিবন্ধনভুক্ত করতে হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শীঘ্রই নিবন্ধনসহ আপনাদের অন্যান্য দাবিগুলো বাস্তবায়ন করবেন। আপনাদেরকে আদর্শিক পল্লী চিকিৎসক হতে হবে, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। কারণ গ্রামের মানুষের প্রথম ডাক্তার পল্লী চিকিৎসকরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. সবুজ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. ইউসুফ হারুন ভূইয়া। এসময় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সালাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পল্লী চিকিৎসকরা

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৮৬৪ ৪৫৮৫৯১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।