পাবনা প্রতিনিধি: পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজের মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ বাবু। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক আলী আকবর রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল হান্নান, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী ভিপি মাসুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু প্রমূখ।
বক্তারা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের যাঁরা ঐদিন ঘাতকের নির্মম হত্যাকান্ডে শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।