আর কে আকাশ, বাংলার মুখ : নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রিদ্দিক আলী ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন আলমের নেতৃত্বে র্যালীটি শহরের বড় ব্রীজ সংলগ্ন অটো টেম্পু স্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।
এসময় পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পিপুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক সলেমান হোসেন, লাইন সম্পাদক মাসুদ খন্দকার, সহ-লাইন সম্পাদক মো. মানিক, কার্যকরী সদস্য কিসলু, মাসুম, রাজ্জাক, সোলে, ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সিএনজি শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপসন : মহান মে দিবস উপলক্ষে অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়ন বর্ণাঢ্য র্যালী বের করে। ছবি- আর কে আকাশ/বাংলার মুখ
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি