ঢাকারবিবার , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায় শ্রমিক নেতা আলমগীর হোসেন আলমকে সংবর্ধনা

admin
জুন ১২, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

আর কে আকাশ, বাংলার মুখ : সমাজসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার ভূষিত হয়েছেন পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আলমগীর হোসেন আলম। ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল ও সিপিডিআর যৌথ আয়োজনে বাংলাদেশ ও ভারতের গুণীজনদের ‘মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ দেয়া হয়েছে।
এ পুরস্কার পাওয়ায় পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মার্কেটস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনের সহসভাপতি দেলোয়ার হোসের পিপুল’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা জেলা অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, লাইন সম্পাদক মাসুদ খন্দকার, সহ-লাইন সম্পাদক মো. মানিক, কার্যকরী সদস্য কিসলু, মাসুদ, রাজ্জাক, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, মো. সোলে, ইউনুস আলী, শ্রমিক নেতা আবির, আসিফ, রাজ, ডনসহ সিএনজি শ্রমিকবৃন্দ ।
উল্লেখ্য মঙ্গলবার (০৬ জুন) ভারতের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ির রথীন্দ্র মঞ্চে ‘ভারত-বাংলাদেশ মৈত্রী বঙ্গ উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানেই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের নির্বাহী সভাপতি বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভারত-বাংলাদেশ মৈত্রী বঙ্গ উৎসব উদযাপিত হয়।

ক্যাপসন : মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার পাওয়ায় শ্রমিক নেতা আলমগীর হোসেন আলমকে অটো টেম্পু, অটো রিক্সা ও মিশুক শ্রমিক ইউনিয়ন থেকে সংবর্ধনা দেয়া হয়। ছবি- আর কে আকাশ/বাংলার মুখ

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।