ঢাকারবিবার , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলপ ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
আগস্ট ৫, ২০২৩ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নলসোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে সলপ ইউনিয়ন আওয়ামীলীগ এ স্মরণ সভার আয়োজন করে। তৃণমূল আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে প্রাণবন্ত করে এ সভাস্থল।

সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহবুব সরোয়ার বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমান ডাবলু, মো: মজনু মিয়া, হেদায়েত আহমেদ এলান ও কাজী এহসানুল হাসান সন্টু, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আমার কর্মী বাহিনী প্রস্তুত। জাতির পিতাকে হত্যা করে খুনীরা বাংলাদেশকে হত্যা করার যে নীলনকশা করেছিল তা থেকে দেশকে জননেত্রী শেখ হাসিনা রক্ষা করেছেন । জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমাদের সবাইকে সেই শপথ নিতে হবে যাতে আর কোন ষড়যন্ত্র শেখ হাসিনার পথকে রুদ্ধ করতে না পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।