ঢাকাবৃহস্পতিবার , ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে আমি নতুন কেউ না, ছাত্রলীগ আমার রক্তে মিশে আছে- আরশাদ আদনান রনি

admin
আগস্ট ২৯, ২০২৩ ৪:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলার মুখ : রাজনীতিতে আমি নতুন কেউ না। ছাত্রলীগ আমার রক্তে মিশে আছে। আওয়ামী লীগকে আমরা বুকে ধারণ করি। সেই জায়গা থেকেই আমি জনগণের জন্য কাজ করার ইচ্ছা পোষণ করছি এবং পাবনাতে আমার পদচারণা শুরু করেছি। আমি পাবনা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে চাই।
মহামান্য রাষ্ট্রপতির একমাত্র সন্তান মো. আরশাদ আদনান রনি গণমাধ্যমকর্মীদের আরও জানান, পাবনা থেকে নৌকা প্রতীক পেয়ে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে, ঐতিহ্যবাহী পাবনায় গত ১৫ বছরে যে কাজগুলো হয়নি, সে কাজগুলো করার চেষ্টা করবো।
বর্তমানে আমি তরুণ ও যুবসমাজের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করছি। পরবর্তীতে বয়োজৌষ্ঠদের সাথে কথা বলবো এবং তাদের মতামত নেব। তাদের সাথে মিলে মিশে কাজ করবো। পাবনাতে কাজ করার অনেক সুযোগ আছে, বিগতদিনে যে কাজগুলো পাবনাতে হয়নি।
সরকার প্রত্যেকটি জেলাতেই ব্যাপক উন্নয়ন করেছে। আপনি যদি পটুয়াখালি, কিশোরগঞ্জ, কিংবা পার্শবর্তী কুষ্টিয়া কিংবা বগুড়া ঘুরে আসেন, সে তুলনায় ঐতিহ্যবাহী জেলা হিসেবে পাবনা সদরে তেমন উল্লেখযোগ্য কিছুই হয়নি। জাতীয় প্রকল্প ও প্রধানমন্ত্রী যা দিয়েছেন, তার বাইরে ব্যক্তিগত নেতৃত্ব বা ব্যক্তি ক্যারিশমায় তেমন কিছুই হয়নি।
তিনি আরও বলেন, পাবনায় ইছামতি নদী খনন করে পানি প্রবাহের গতি তৈরি করে, দুই পাশে চলাচলের জন্য সড়ক (ওয়াকওয়ে) তৈরি, এবং বিভিন্ন স্থানে বিনোদনের জন্য পর্যটন পার্ক নির্মাণ সময়ের দাবি।
ঈশ্বরদী বিমানবন্দর চালু করা অত্যন্ত জরুরী। এছাড়াও পাবনা-নগরবাড়ি ও পাবনা-নাটোর মহাসড়কটি ৪ লেনে উন্নতি করা প্রয়োজন।
সরকারের পরিকল্পনা অনুয়ায়ী (আরিচা/পাটুরিয়া-কাজিরহাট-গোয়ালন্দ) ওয়াই শেপের একটি ব্রীজ করার পরিকল্পনা আছে। যদি কাজটি শুরু হতে অনেক দেরি।
আমি যদি আগামী নির্বাচনে সংসদ সদস্য হতে পারি, সরকারের কাছে কর্ণফুলি ট্যানেলের মতো (আরিচা-কাজিরহাট) একটি ট্যানেল নির্মাণের প্রস্তাব উপস্থাপন করবো । আমি এই কাজগুলো নিয়েই সামনে এগোতে চাই।
আমার বাবা রাজনীতিতে এসেছিল বলেই আমি রাজনীতিতে এসেছি ব্যাপারটা এ রকম না। আমি কলেজ জীবন থেকেই (১৯৯১) ছাত্র রাজনীতির সাথে জড়িত।
শাহেদ-সংগ্রাম-অমি পরিষদ, রনি-রকি পরিষদসহ চারটা পরিষদের সাথে নির্বাচন করার অভিজ্ঞতা নিয়ে আমি ঢাকা কলেজ ত্যাগ করেছি।
পরবর্তীতে আমি মঈনুল হাসান চৌধুরি-ইকবালুর রহিম এবং একেএম এনামুল হক শামীম- ইসহাক আলী খান পান্না ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।
বিএনপি সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের খুব একটা ভালো অবস্থা ছিল না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচÐভাবে অবহেলিত জীবন-যাপন করতাম। তখন ২৫-৩০ নিয়ে মিছিল করা হতো। সেই মিছিলের অন্যতম ছিলাম আমি।
ছাত্রলীগ আমার রক্তে মিশে আছে। আওয়ামী লীগকে আমরা বুকে ধারণ করি। সেই জায়গা থেকেই আমি জনগণের কাজ করার ইচ্ছা পোষণ করি এবং পাবনাতে পদচারণা শুরু করেছি। পাবনাবাসীর জন্য একটাই বলার কথা, অনেক ধের্য ধরেছেন, আর একটু ধের্য ধরেন, ইনশাল্লাহ- সামনে ভালো কিছু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।