ঢাকাবৃহস্পতিবার , ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কিডনি রোগে আক্রান্ত নিশান বাঁচতে চায়

admin
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাবনা জেলার অন্তর্গত সুজানগর থানার দুলাই ইউনিয়নের বগাজানী গ্রামের বাসিন্দা মোঃ আক্কাস আলীর বড় ছেলে মোহাম্মদ নিশান শেখ। নিশান গত ২৫ মার্চ ২০২২ সালে কিডনি রোগে আক্রান্ত হন প্রথমে বাংলাদেশের ল্যাবএইড হাসপাতালে দেখান এবং সেখান থেকে নিয়মিত মেডিসিন খেতে থাকেন [Creatinine 2.8] ডাক্টার বলে ঔষধ খেলে ঠিক হয়ে যাবেন কিন্তু সময় লাগবে এটা শুনে নিশান এবং তার পরিবার অনেক খুশি হন। কিন্তু টানা ৬-৭ মাস ঔষধ খেয়ে ও কোন উন্নতি হয় না বরং আর বেশি অসুস্থ হয়ে পড়েন নিশান পরে কিছু মানুষ এর পরামর্শ নিলে তারা বলে দ্রুত ইন্ডিয়া নিয়ে যেতে কিন্তু তাদের অস্বচ্ছল পরিবার এত টাকা পাবে কোথায়। সেই বিপদের দিনে হাত বাড়িয়ে দেন আপন জনেরা। নিশান এর পাসপোর্ট ভিসা সব করা হলো নিশানের দীর্ঘ বিশ্বাস ছিলো সে ইন্ডিয়া গিয়ে ভালো হয়ে যাবে।
তবে নিশান এর যে কপাল খারাপ তার কপালে কঠিন কিছু অপেক্ষা করছিলো সেখানে অনেক টেষ্ট করানোর পর ডাক্টার বলেন আমার পক্ষে এখন মেডিসিন দিয়ে কিছু করা সম্ভব না ডাক্টার পরামর্শ দেন ডায়ালসিস করা এবং ১টি কিডনি প্রতিস্থাপন করা যেটা নিশানের পরিবারের পক্ষে একদম সম্ভব না। নিশানের বাবা মোঃ আক্কাস আলী একজন ব্রাকপ্রতিবন্ধী সে আগে দিন মুজরি করলে ও সে এখন নিতান্ত কাজে অক্ষম। নিশানের ছোট ভাই ক্লাস ৬ এ পড়েন সে ও কর্মকর হয়ে উঠেনি।
নিশান এর মা একজন গৃহিনী। বর্তমানে নিশানের চিকিৎসা বাবদ প্রতি মাসে খরচ হয় ২৮০০০-৩৩০০০ [হাজার] টাকা গত ৮-৯ মাস যাবদ নিশানের সাপ্তাহিক ২ টা ডায়ালসিস ও রক্তের inj.নিতে হয় নিশানের এই ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে নিশানের পরিবারের যা অর্থ ছিলো সবই শেষ এখন সে আত্মীয়দের কাছ থেকে সাহায্য নিয়ে তার চিকিৎসা চালান। এবং প্রথমে নিশানের বাবা-মা কিডনি দিতে রাজি থাকলে তাদের বিভিন্ন সমস্যা থাকার কারণে ডাক্টার পরামর্শ দেন তাদের কিডনি নেওয়া যাবে না এবং ইন্ডিয়া থেকে নিশানের ১টি কিডনি প্রতিস্থাপনের জন্য প্রতিস্থাপনে ব্যয় হবে ৪০ লক্ষ টাকা। যা নিশানের পরিবার এবং তার আত্মীয়-সজনদের কাছে অসম্ভব। সে কারণে নিশান এবং তার পরিবার দেশবাসীর কাছে আর্থিক সাহায্যর আবেদন জানাচ্ছে।
এর আগে ছোট এই নিশান বাচঁতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্য চেয়ে আবেদন করলেও অল্প পরিসরে সাহায্য আসায় হতাশা হয়ে পড়েছেন। নিশান বার বার বলেছেআমি সবার মত বাচঁতে চাই,সবার মত করে চলতে চাই। নিশানের জন্য সাহায্য পাঠাতে, ০১৭৪৩৩১৬৫০৯ বিকাশ/নগদ/ রকেট।ইসলামি ব্যাংক একাউন্ট চিনাখড়া শাখা ২০৫০৭৭৭০২১০৮৫৮০২৮

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।