পাবনা জেলা পরিষদ থেকে প্রাপ্ত ২০০ টি বিভিন্ন জাতের গাছের চারার মধ্যে ২০ টি গাছ গত ২৫ সেপ্টেম্বর সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে রোপন করা হয়। বৃক্ষ রোপণকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. নাদের হোসেন, অভিভাবক সদস্য মোঃ মানিক শেখ, শিক্ষক প্রতিনিধি এস এম মাহবুব আলম, জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন নয়ন, সিনিয়র শিক্ষক আব্দুল মুন্নাফ, সিনিয়র শিক্ষক রোকন উদ্দিন বিশ^াস, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিফা সাব্বির আহমেদ রাজু , ছাত্রলীগ নেতা নাজমুল হাসান সহ শিক্ষার্থীরা ও অভিভাবকগন । জেলা পরিষদ থেকে বৃক্ষের চারা দেওয়ায় তারা জেলা পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৮০ টি এবং সাহিদা জলিল স্কুল এন্ড কলেজে ১০০ টি বৃক্ষ রোপন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।