আর কে আকাশ, বাংলার মুখ:
পাবনা শহরের অদূরে কবিরপুরে সরকারি শিশু পরিবারের অনাথ শিশুদের সাথে সময় কাটালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী স্থপতি আবু রায়হান রুবেল।
এসময় তিনি বলেন, “১৯৭৫ সালের ১৫ ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পরিবার হারানোর পর সমগ্র দেশবাসীকেই তিনি তার পরিবারের সদস্য মনে করেন। সমগ্র দেশটাই তার পরিবার এবং তিনি সকলের জন্য সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর প্রকৃষ্ট উদাহরণ হল আজকের সরকারি শিশু পরিবার। সরকারি শিশু পরিবারে তোমরা যারা আছো, তোমাদের জন্য সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
আজ আমরা তোমাদের মাঝে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর জন্য দোয়া করার উদ্দেশ্যে।”
এসময় প্রকৃতি নৈস্বর্গ প্রেমিক রুহুল আমিন সিদ্দিক রুমেল, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পাবনা জেলা কমিটির সভাপতি গোলাম হাসনায়েন কোয়েল, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল, ইঞ্জি. মেহেদি হাসান বিপ্লব, নাসির উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, মো. টিটু, ছাত্রলীগ নেতা যুবায়ের খন্দকার বিশালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।