ঢাকাশুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের সহযোগীতা ও নিরাপত্তা প্রদান

admin
আগস্ট ১২, ২০২৪ ৪:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মন্দির-বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বেলা ১১টায় আব্দুল হামিদ রোডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের পক্ষ থেকে সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করা হয়।

এ বিষয়ে যুবদল নেতা আব্দুর রায়হান বলেন, পুলিশ বাহিনী কর্ম বিরতিতে থাকায় দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই এর নির্দেশে এবং পাবনা জেলা বিএনপির দিক নির্দেশনায় আজ পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচিতে পাবনা জেলা যুবদলের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা ও নিরাপত্তা প্রদান করা হয়।
তিনি আরও বলেন দেশের সম্পদ এবং সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাবনা শহরের বিভিন্ন মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটের সুরক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছে যুবদল-ছাত্রদল।
দৃর্বৃত্তরা দেশের বিভিন্ন সম্পদ ধ্বংস করেছে, বিভিন্ন উপাসনালয়, মন্দিরে আক্রমণ করেছে। তারা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। সেই সাথে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করে ছাত্র-জনতার বিজয়কে ভিন্ন খাতে নিয়ে যেতে চক্রান্ত শুরু করেছে। আমরা তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দিবো না।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।