ঢাকাশুক্রবার , ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. করোনা আপডেট
  7. খেলাধুলা
  8. চাকরি-বাকরি
  9. জাতীয়
  10. নাগরিক সংবাদ
  11. পাঁচমিশালি
  12. পাবনা
  13. বরিশাল বিভাগ
  14. বাংলাদেশ
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ মিছিল

admin
আগস্ট ১২, ২০২৪ ৪:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মন্দির-বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। বেলা ১১টায় আব্দুল হামিদ রোডে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি রোটা. প্রভাষ চন্দ্র ভদ্র, সহ-সভাপতি প্রভাস ঘোষ দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর কমল চন্দ্র সরকার, পৌর সাধারণ সম্পাদক জিতু সরকার, সদস্য রমেশ ঘোষ, অলোক পাল, বাংলাদেশ হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক আশিষ বসাক, বাংলাদেশ হিন্দু যুব মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ বসাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত দেশের ৫৩টি জেলায় হামলা হয়েছে। আমাদের মন্দির-ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে এবং মা-বোনদের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলা-লুটপাটের বিচার চাই।
এসময় ঢাকার শাহবাগের আন্দোলনে হিন্দুদের পক্ষ থেকে আট দফা দাবির সাথে সহমত পোষণ করা হয়। শাহবাগের আন্দোলনের দাবিগুলো হলো- সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত সময়ের মধ্যে শাস্তি প্রদান, ‘সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করতে হবে, অনতিবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, ‘দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন এবং ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’ যথাযথ বাস্তবায়ন করতে হবে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ করতে হবে, ‘সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড’ আধুনিকায়ন করতে হবে এবং শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।