বাংলার মুখ: পাবনায় কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে ৪ আগস্ট দৃর্বৃত্তদের গুলিতে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ায় তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মো. শাহরিয়ার আলম জর্জ। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের প্রতি আর্থিক সহযোগীতার হাতও বাড়াতে চান বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।
পাবনায় ৪ আগস্ট দৃর্বৃত্তদের অতর্কিত হামলায় নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার চর-বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮), হাজিরহাট বেতেপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ও শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হাসান নিলয় (১৪) ও ফাহিম হোসেন রাজ্জাক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।