আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কৃষক দল পাবনা জেলা শাখার উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মামুনুর রশীদ খান মামুন।
পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসিপের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, সদস্য ও ড্যাব পাবনা জেলার শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, পাবনা জেলা কৃষকদলের সিনি. সহ-সভাপতি মো. হাবিবুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম নিকসন প্রমূখ।
আলোচনায় বক্তাগণ বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
এর আগে শহরের লাহিড়ীপাড়ায় দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০