আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোমনাথ বাগচী।
সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান বাঁধনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম শরীফ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান চৌধুরী তুহিন, পাবনা জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, পাবনা জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রায়হান নয়ন, সাবেক সহ-সভাপতি কাওছার রহমান খান সাগর প্রমূখ।
এসময় পাবনা সদর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছিম আহমেদ, তানভীর আহমেদ সাগর, পাবনা সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিএনপি নেতা মশিউর রহমান পিটার, গোলাম রব্বানী, হাসিবুল ইসলাম, পাবনা জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইব্রাহিম বিশ্বাস, শিমুল, ইব্রাহিম, জীবন, হাসান, সৌমিখ, লিখন, মাহিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।