পটুয়াখালী কলাপাড়া পায়রা বন্দর পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শনিবার (২৫ জুলাই) বিকালে পায়রা বন্দর পরিদর্শনে আসেন তিনি।
পায়রা বন্দর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি,পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান হুমায়ুন কল্লোল, পটুয়াখালী জেলা প্রশাসক(ডিসি) মতিউল ইসলাম চৌধুরী কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক পুলিশ সুপার প্রতিনিধি অনন্য ব্যক্তিবর্গ। এ সময় জেলা প্রশাসক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে স্বাগত জানান এবং পায়রা বন্দরের অগ্রগতি তুলে ধরেন।
পায়রা বন্দরের রাত্রিযাপন করবেন এবং রোববার (২৬ জুলাই) বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।