পাবনার নবাগত পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’র সাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার শুভেচ্ছা বিনিময়। আজ (৪ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে এসোসিয়েশন এর সভাপতি মোঃ ওলিউর রহমান এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হেনা গোস্বামী, সাধারণ সম্পাদক এম এম মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, উপদেষ্টা ফারুক হোসাইন, জেবুন্নেসা ববিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসোসিয়েশন এর বিভিন্ন খোঁজ খবর নেন। স্কুল সময়ে শিক্ষার্থীরা যেন ইউনিফরম পরিধান করে যত্রতত্র ঘোরাফেরা না করে এবিষয়ে পদক্ষেপ নেওয়া হলে সহযোগিতার কথা ব্যাক্ত করেন।
এছাড়াও আগামী ৪ ও ৫ নভেম্বর এসোসিয়েশন এর উদ্যোগে শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য বৃত্তি পরীক্ষার বিষয়ে অবগত করানো হয়।