বাংলার মুখ: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক স্থপতি আবু রায়হান রুবেলের উদ্যোগে বুধবার আরিফুর রহমান পরাগের ৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করা হয়েছে। এসময় তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ এসময় পাবনা সদর আরিফপুর গোরস্থানে তার কবরের স্মৃতিফলক ও কবর পরিষ্কার করেন।
কিংবদন্তি ছাত্রনেতা আরিফুর রহমান পরাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। ১৯৯১ সালের ৬ সেপ্টেম্বর আরিফুর রহমান পরাগকে শহরের টিএন্ডটি অফিসের সামনে দিনে-দুপুরে প্রকাশ্যে পাবনার বিএনপির কতিপয় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।
শহীদ আরিফুর রহমান পরাগের নৃশংসভাবে হত্যার সংবাদ শুনে সেসময় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পাবনায় আসেন এবং পরাগের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
পাবনায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে যে তরুণটি রাজপথের লড়াকু সৈনিক ছিলেন, অথচ তার মৃত্যু বার্ষিকীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচী না থাকায় অনেকেই ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০